,

নবীগঞ্জে সার-বীজ বিতরণী অনুষ্টান উদ্বোধন করলেন এমপি মিলাদ গাজী

সংবাদদাতা ॥ রবি ফসল/২০১৯-২০ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নবীগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্রাা ও সূর্যমূখীর বীজ ও সার বিতরণ-এর শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ -০১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ-বিন-হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এ, কে,এম মাকসুদুল আলম, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ এটিএম সালাম ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল। এ বছর কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪০০ জন কৃষকের মাঝে সরিষা, ২৫০ জন কৃষকের মাঝে ভুট্টা ও ২০ জন কৃষকের মাঝে সূর্যমূখী আবাদের উপকরণ (বীজ ও সার) বিতরণ করা হচ্ছে। এ সময় প্রধান অতিথি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আমদানি নির্ভশীলতা কমাতে এবং কৃষকের উন্নয়নে সরকার নতুন নতুন ফসল আবাদের জন্য কৃষি প্রণোদনা দিচ্ছে। এ সময় অন্যান্য অতিথিগণ নতুন আবাদের ব্যাপারে কৃষক কৃষাণীদের উদ্বৃদ্ধ করেন। উপসহকারী কৃষি কর্মকর্তা অলক কুমার চন্দ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আলী আকবর।


     এই বিভাগের আরো খবর