,

সারাদেশে ৪৯ হাজার ১শ ৬২ নদী ও খাল বেদখল

সময় ডেস্ক ॥ সারাদেশে প্রায় ৪৯ হাজার ১ শত ৬২টি নদী ও খাল বেদখল হয়ে গেছে। গত বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। বৈঠক সম্পর্কে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কমিটির সভাপতি মেজর (অব) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, রনঞ্জিত কুমার রায়, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমদ শিমুল ও আছলাম হোসেন সওদাগর প্রমুখ। বৈঠকে জানানো হয়, বেদখল হওয়া নদী ও খাল দখলমুক্ত করতে কমিশন কাজ করছে। নদী-খালগুলো দখলমুক্ত করতে গিয়ে যে সমস্ত মামলা হচ্ছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বিশেষ আইনজীবী নিয়োগ করা হয়েছে। এ ব্যাপারে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করে এর বাস্তবায়ন অগ্রগতি কমিটিকে জানানোর জন্য নদী রক্ষা কমিশনকে অনুরোধ করা হয়।


     এই বিভাগের আরো খবর