,

হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহ পুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে হামলা

সংবাদদাতা ॥ গরুর ধান খাওয়ানোতে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে। এ ব্যাপারে বিনয় কুমার দাস বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে প্রকাশ, গত বুধবার বেলা প্রায় ১১ টায় আব্দুল্লাহপুর চরের বন নামক স্থানে ওই গ্রামের বিনয় কুমার দাসের শ্রমিকরা ধান কেটে মাটিতে বিছিয়ে রাখে। এ সময় পার্শ্ববতী গ্রাম বানিয়াচং উপজেলার দৌলতপুরের জনৈক আলমগীর হোসেনের গরু ধান গুলো খাওয়া শুরু করে। এ সময় উপস্থিত ধান কাটার শ্রমিকরা তাদেরকে বাধা দিলে সাড়ে ১১ টায় আলমগীর হোসেন একদললোক নিয়ে বিনয় দাসের বাড়ীতে হামলা চালায়। এ সময় তারা ঘরের টিভি, শোকেসসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর ও নগদ টাকা এবং কিছু স্বর্ণ লুটপাট করে নিয়ে যায়। এছাড়া মহিলাদের উপরও হামলা চালায়। এতে সুপ্রিয়া রাণী দাস, রিনা রানী দাস ও অতুল কৃষ্ণ দাস আহত হন।


     এই বিভাগের আরো খবর