,

নবীগঞ্জ সুজাপুর অনন্ত জিউড় আখড়ায় বার্ষিক অষ্টপ্রহরব্যাপী লীলাকীর্তন অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর শ্রী শ্রী অনন্ত জিউড় আখড়ায় নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী অনিল কৃষ্ণ গোস্বামীর উদ্দেশ্যে বার্ষিক অষ্টপ্রহরব্যাপী লীলা ও নামকীর্তন উৎসব গত শুক্রবার দুপুরে সম্পন্ন হয়েছে। মন্দিরের সেবায়েত সুরুচী দেবী ও কাজল কৃষ্ণ অধিকারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্টানে কীর্তন পরিবেশন করেন সিলেটের নিশিকান্ত তালুকদার, কুলাউড়ার বিদ্যুত দাশ, দিরাইয়ের শিপা তালুকদার এবং হবিগঞ্জের পংকজ ভট্টাচার্য্য। অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, মুক্তিযোদ্ধা মৌলাদ হোসেন কাজল, উপজেলা আওয়ামীলীগ নেতা মৃনাল কান্তি রায় মিনু, পৌর আওয়ামীলীগ নেতা মোঃ ছালিক মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক তনুজ রায়, প্রচার সম্পাদক অমলেন্দু সুত্রধর, সাবেক মেম্বার হারুন মিয়া, অরবিন্দু দাশ, মহেন্দ্র রায়, কৃপাসিন্ধু সুত্রধর, প্রণব চন্দ্র দেব, সমীরন দে, রাজীব কুমার রায়, পংকজ কৃষ্ণ অধীকারী পিংকু, অমল কৃষ্ণ অধিকারী, স্বাস্থ্য সহকারী দিপংকর ভট্টাচার্য্য দেবুল, গোপেশ রায়, নিবাস পাল, সুব্রত পাল, রবীন্দ্র রায়, রাখেশ দাশ, প্রদীপ রায়, সুজিত দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্টানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।


     এই বিভাগের আরো খবর