,

বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৫০ ॥ আটক ৮

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলার কাউরাকান্দি গ্রামে ধানের খলা দখল নিয়ে দুদল লোকের সংঘর্ষে ১ জন নিহত ও মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করে। এসময় ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। জানা যায়, ওই গ্রামের আছকির মিয়া চৌধুরীর সাথে প্রতিবেশী তাইদুল ইসলামের ধানের খলা নিয়ে বিরোধ চলে আসছে। এ কারণে বেশ কয়েকদিন ধরে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছে। গতকাল ওই সময় দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলেই টেটাবিদ্ধ অবস্থায় সৈয়দ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়। সে ওই গ্রামের নুর মিয়ার পুত্র। এসময় আহত হয় মহিলাসহ অর্ধশতাধিক। গুরুতর আহতাবস্থায় মোতালেব (৪০), শাহীন মিয়া (৩৫), রেনু বেগম (৪৫), মানিক মিয়া (১২), আব্দুল হাই (৩৫), আতাউর রহমান (৩০), উজ্জল (২৫), সাজিদুর (১৮), পুতুল (৩৫), শাহীন (১৮), কদু (৪০), মধু (৪৫) ও খেলু (৪২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে চিকিৎসা নিতে আসা ৮ দাঙ্গাবাজকে আটক করেছে সদর থানা পুলিশ সদর হাসপাতাল থেকে। এব্যাপারে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


     এই বিভাগের আরো খবর