,

চুরির দায়ে আউশপাড়ার যুবতী লেবানন কারাগারে ॥ টাকা ফেরত দিতে পিতার টালবাহানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রামে এক যুবতী লেবাননে গিয়ে চুরির দায়ে এখন সে দেশের কারাগারে রয়েছে। এ ঘটনা নিয়ে হবিগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, ওই গ্রামের আনু মিয়ার কন্যা শিল্পী আক্তার (৩০) সম্প্রতি জীবিকার তাগিদে লেবানন যায়। সেখানে একটি বাসায় কাজ নেয়। কাজের সুবাদে ওই বাসার মালিকের বিপুল অংকের টাকা ও স্বর্ণালংকার চুরি করে বিভিন্ন সময়ে দেশে তার পিতা আনু মিয়ার নিকট পাঠায়। গত মার্চ মাসের ২০ তারিখে ওই বাসার টাকা চুরি করার সময় মালিকের হাতে ধরাশায়ী হয়। পরে তাকে সে দেশের পুলিশের হাতে সোপর্দ করলে পুলিশ কারাগারে প্রেরন করে। এদিকে বারবার ওই মালিক যুবতীর পিতা আনু মিয়ার নিকট টাকা ফেরত চাইলে তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এব্যাপারে আনু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, টাকা খরচ করা হয়েছে। আমার পক্ষে টাকা দেয়া সম্ভব নয়। একটি সূত্র জানায়, তার চোরাইকৃত টাকা মালিককে ফেরত না দিলে সে দেশের জেলেই যুবতীকে থাকতে হবে।


     এই বিভাগের আরো খবর