,

নবীগঞ্জে বোনের মামলায় ভাইয়ের ৬ মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ জায়গা সংক্রান্ত বিরোধের ঘটনায় বোনের দায়েরকৃত মামলায় নবীগঞ্জের জামাল মিয়াকে ৬ মাসের সশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা অর্থদন্ড অনদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত-২। এ মামলায় শিপা আক্তার ও রিপা আক্তারকে বেকসুর খালাস দেন আদালত। গতকাল বৃৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত-২ এর বিচারক তৌহিদুল ইসলাম এ দন্ডাদেশ দেন। আদেশকালে আসামীগণ উপস্থিত ছিলেন। দন্ডাদেশ প্রাপ্ত জামাল মিয়া (৪০) নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইড় গ্রামের আরপান উল্লার পুত্র। মামলার বিবরণে জানাযায়, ২৬ অক্টোবর ২০১৭ তারিখে পিতা আরপান উল্লার কাছ থেকে ক্রয়কৃত ১৫ শতক জায়গায় পিলার বসানোর জন্য যান মেয়ে রুমানা আক্তার এ সময় আসামীগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুমানা আক্তারকে প্রাণে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় রুমানা আক্তার নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করলে বিগত ৩০ অক্টোবর ২০১৭ইং তারিখে অভিযোগের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলামকে দায়িত্বভার দেয়া হয়। এসআই মাজহারুল ইসলাম দায়িত্বগ্রহণ করে অভিযোগ তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন প্রেরণ করেন। পরে আবেদনের প্রেক্ষিতে আদালত মামলার তদন্তের জন্য নবীগঞ্জ থানাকে নির্দেশ দেন। পরে সরেজমিনে তদন্তকালে মামলায় বর্নিত অভিযোগের সত্যতা পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ২৭ ডিসেম্বর ২০১৭ইং তারিখে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত মামলার স্বাক্ষীগণের সাক্ষগ্রহণ ও যুক্তিতর্ক শেষে গতকাল বৃৃহস্পতিবার দুপুরে আসামী জামাল মিয়াকে ৬ মাসের সশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং মামলার অপর দুই আসামী শিপা আক্তার ও রিপা আক্তারকে বেকসুর খালাস দেন।


     এই বিভাগের আরো খবর