,

যক্ষ্মা রোগ নির্ণয়ে হবিগঞ্জ সদরে অত্যাধুনিক জিন এক্সপার্ট ও এক্সরে মেশিন স্থাপন করা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে প্রবীণ হিতৈষি সংঘের সদস্যদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) হবিগঞ্জ জেলা শাখা এ সভার আয়োজন করে। স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নাটাব হবিগঞ্জ শাখার সহ-সভাপতি এড. মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্ব ও নাটাবের ফিল্ড সুপারভাইজার সুমন চৌধুরীপরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মিঠুন রায়, হীড বাংলাদেশের জেলা সুপারভাইজার মোঃ শাহীন আক্তার, প্রবীণ হিতৈষি সংঘের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন নাটাব হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এড. রুহুল হাসান শরীফ। সভায় যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করে বলা হয়, দুই সপ্তাহের বেশি কাঁশিতে ভুগলে যক্ষ্মার জীবানু আছে কিনা, তা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে পরীক্ষা করা প্রয়োজন। সরকার বিনামূল্যে রোগ নির্ণয়ের জন্য এক্সরেসহ নানা পরীক্ষার ব্যবস্থা করেছে। হবিগঞ্জে যক্ষ¥া রোগ পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীন এক্সপার্ট মেশিন স্থাপন করা হয়েছে। এই মেশিন দ্বারা সহজেই যক্ষ্মা রোগ নির্ণয় করা যায়। এছাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় ব্র্যাকের তত্ত্ববধানে একটি ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হয়েছে। এতে বিনামূল্যে এক্সরে করা হয়ে থাকে।


     এই বিভাগের আরো খবর