,

চিলড্রেন’স প্রটেক্ট সোসাইটি বাংলাদেশ হবিগঞ্জ-এর উদ্যোগে শহরে শিশুপার্ক নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ঃ হবিগঞ্জ শহরে শিশুদের বিনোদনের জন্য একটি শিশুপার্ক নির্মাণের দাবিতে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলে মানববন্ধন কর্মসূচী পালন করেছে চিলড্রেন’স প্রটেক্ট সোসাইটি বাংলাদেশ হবিগঞ্জ। উক্ত মানববন্ধনে শত শত শিশু শিক্ষার্থী-শিক্ষক ও সুধীজন অংশগ্রহণ করেন। গতকাল সোমবার দিনব্যাপী হবিগঞ্জ শহরের ‘চাইল্ড হেভেন, দ্য নিউ ব্লু বার্ড কিন্ডারগার্টেন, শাইনিং স্টার মডেল স্কুল ও শহীদ মনমোহন ও কুসুমরানী একাডেমীতে পর্যায়ক্রমে উক্ত দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন সমূহে অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইত্তেফাকের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার পাল, শহীদ মনমোহন ও কুসুমরানী একাডেমীর প্রতিষ্ঠাতা অনুকূল দাশ, ব্লু বার্ড কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, চিলড্রেন’স প্রটেক্ট সোসাইটি বাংলাদেশ হবিগঞ্জ-এর প্রধান সমন্বয়কারী শিশুবন্ধু পার্থ সারথি রায় প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, হবিগঞ্জ শহরে শিশুদের জন্য একটি পার্ক আরও আগেই নির্মিত হওয়া প্রয়োজন ছিল। আমরা চাই নির্মিতব্য পার্কটি শিশু ও বড়দের জন্য মনোরঞ্জের আধুনিক উপকরণে সমৃদ্ধ হয়ে নির্মিত হোক ও এর অবস্থান হোক শহর সংলগ্ন।


     এই বিভাগের আরো খবর