,

সমন্বিত শিক্ষা ছাড়া আদর্শ মানুষ তৈরী সম্ভব নয় -আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত রবিবার “নবীগঞ্জ শাহজালাল লতিফিয়া ইসলামি একাডেমি” নবীগঞ্জ পৌরসভার অভয়নগর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। একাডেমির পরিচালনা পর্ষদ এর প্রেসিডেন্ট শাহ হাবিবুর রহমান বেলায়েত প্রবাসে থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ আবু তাহের চৌধুরী ও আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মাওঃ হাসান আলী ও কোষাধ্যক্ষ সাহেল আহমদের যৌথ পরিচালনায় একাডেমির শুভ উদ্বোধক করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার সংসদ সদম্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন হযরত আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, কাউন্সিলর সুন্দর মিয়া। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মাওঃ এম এ সবুর, অধ্যাপক মুজতাহিদ উদ্দিন, আহমদ ঠাকুর রানা, মাওঃ আব্দুর রকীব হক্কানী, হাফিজ সফিকুর রহমান, আহমদ হোসেন চৌধুরী, হাফিজ মাহতাব হেসেন সহ প্রমুখ।আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী তার বক্তব্যে বলেন- ধর্মীয় বা নৈতিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষা ছাড়া আদর্শ মানুষ তৈরী সম্ভব নয়।


     এই বিভাগের আরো খবর