,

শিক্ষিকার জায়গা দখল করার অভিযোগে হবিগঞ্জ পৌর মেয়র ও তার পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ হবিগঞ্জ শহরের এক শিক্ষিকার জায়গা দখল করার অভিযোগে হবিগঞ্জ পৌর মেয়র ও তার পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত সোমবার (২ ডিসেম্ভর) সন্ধায় হবিগঞ্জ প্লেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চৌধুরী বাজার এলাকার মৃত আকবর আলীর কন্যা শিক্ষিকা হালিমা খাতুন। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মামলা চলাকালীন মর্তুজ আলীর ছেলে হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান আমাদের বাড়িতে গিয়ে আল্লাহর ওয়াস্তে ভোট দাবি করে এবং আল্লাহর কসম খেয়ে শপথ করে বলে যে, নির্বাচিত না হলেও পরে নিজে উদ্যোগ নিয়ে আমাদের সাথে মামলা মোকদ্দমা নিষ্পত্তি করিবে। কিন্তু হবিগঞ্জ পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর তার দেয়া অঙ্গীকার ভঙ্গ করিয়া আমাদের তপশীলকৃত ভূমিতে অন্যস্থান হতে কয়েকটি ট্রাক্টর লাগিয়ে মাটি দিয়া ভরাট করিতেছে। আমি বাধ্য হয়ে আইন আদালতের দোহাই দিলেও হবিগঞ্জ পৌর মেয়র মিজান তার লোকজন কোন বাধা না মেনে আদালতের আদেশের প্রতি তোয়াক্কা না করে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে এমনকি হুমকিও প্রদর্শন করছে। আমি থানায় ও পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করিলেও এর কোন সমাধান পাচ্ছি না। হবিগঞ্জ পৌর মেয়র মিজানের লোকজন হুমকি দিয়ে বলে বেড়াচ্ছে পুলিশের আশ্রয় নিয়ে কোন লাভ হবে না। বেশি বাড়াবাড়ি করিলে আমাকে হত্যা করিয়া লাশ গুম করে ফেলবে। এ ব্যাপারে তিনি তাদের বিরুদ্ধে সরকারের বিভিন্ন মহলে অভিযোগ দায়ের করেছেন। এছাড়া জানমালের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষা করার জন্য এ সংবাদ সম্মেলনে দাবি করেছেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হালিমা খাতুনের ২ বোন আয়মনা খাতুন ও ময়মনা খাতুন।


     এই বিভাগের আরো খবর