,

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ॥ পিতা-পুত্রের কারাদন্ড

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে পিতা-পুত্রকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দক্ষিণ বরগাঁ গ্রামের ছিদ্দিক আলীর ছেলে মোঃ ফারুক মিয়া (৫২) ও তার ছেলে মাহিন মিয়া (২৪)। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান, উপজেলার দক্ষিণ বরগাঁ গ্রামের রাস্তার পাশ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন দন্ডপ্রাপ্তরা। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার সেখানে অভিযান চালিন। এ সময় দুইজনকে আটক করে এ দন্ডাদেশ প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর