,

শিক্ষিত প্রজন্ম গড়তে সচেতন মায়ের বিকল্প নেই -ইউএনও তৌহিদ-বিন-হাসান

স্টাফ রিপোর্টার ॥ দেশের উন্নয়নে শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে হবে। পরিবার থেকে যাত্রা শুরু করে সমাজের তথা রাষ্ট্রের প্রতিটি নাগরিককে শিক্ষিত, সৎ ও দেশ প্রেমিক আদর্শ হিসেবে নিজেদেরকে তৈরী হওয়ার চেষ্টা করতে হবে। তবেই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছাঁতে সক্ষম হব। তাই প্রতিটি মায়েদের শিক্ষিত ও সচেতন হতে হবে। শিক্ষিত প্রজন্ম গড়তে সচেতন মায়ের বিকল্প নেই। উপরোক্ত কথা গুলো বলছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। গতকাল রবিবার সকাল ১১টার সময় উপজেলার করগাঁও ইউনিয়নের বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বর্ষ সেরা মা সম্মাননা প্রদান, শিক্ষাপোকরন বিতরণ এবং মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কথাগুলো বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিধু ভুষণ দাশের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, ইনডেভারের নির্বাহী চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার মোঃ মোশাহিদ মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, ইউসিবি নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহিত রঞ্জন ভট্টাচার্য্য। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নাদিরুজ্জামান তোয়েল ও গীতা পাঠ করেন শর্মিকা দাশ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি রঞ্জিত চৌধুরী পিকলু, পিটিএ সহ-সভাপতি ডাঃ কিরণ সুত্রধর, সদস্য ডাঃ নুরুল আমিন, হেল্প ফর চ্যারিটির বাংলাদেশ প্রতিনিধি শিক্ষক আমিনুল ইসলাম স্বপন, ইউপি সদস্য মোঃ বদরুজ্জামান, অভিভাবক সাহেব আলী, ডাঃ নুরুল আমিন, ডাঃ বিশ্বজিৎ দাশ, রিন্টু দাশ, শিক্ষক অজন্তা বণিক, সীমা রায়, ঝিনুক শীল প্রমুখ। অনুষ্ঠানে হেল্প ফর চ্যারিটির বাংলাদেশ এ ইউ.কে-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক মতিউর রহমান চৌধুরীর অর্থায়নে বিগত বৎসরের এ+ সহ বৃত্তিপ্রাপ্ত ৫জন শিক্ষার্থীকে নগদ টাকাসহ সম্মাননা ক্রেষ্ট, বর্ষ সেরা মা সম্মাননা পদক, বিগত পরীক্ষায় মেধামী ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষাপোকরন প্রদান করা হয়। তাছাড়া ফাইভ স্টার বড় শাখোয়ার পক্ষ থেকে ও বৃত্তিপ্রাপ্ত ৫জনকে নগদ টাকা প্রদান করা হয়। হেল্প ফর চ্যারিটির বাংলাদেশ ইউ.কে-এর সভাপতির পৃষ্ঠপোষকতায় গত বছর থেকে অনুষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে এবং তা প্রতি বছর অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর