,

হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন ॥ এখনও প্রস্তুত হয়নি ভোটার তালিকা ॥ বিপাকে প্রার্থীরা

সংবাদদাতা ॥ কয়েক ধাপ পেছানোর পরও এখনও ভোটার তালিকা প্রস্তুত করতে পারেননি নির্বাচন পরিচালনা কমিটি। কাউন্সিলের আর মাত্র ২ দিন বাকী থাকায় সকল ভোটারদের দ্বারে দ্বারে পৌছতে পারবেন কি প্রার্থীরা? এমন প্রশ্ন প্রার্থীসহ জনমনে। তবে প্রার্থীদের মধ্যে অধিকাংশ প্রার্থীরাই বলছেন, জেলা আওয়ামীলীগের এবারের নির্বাচনে প্রার্থীদের বেকায়দায় ফেলতেই নির্বাচন পরিচালনা কমিটি এমন কান্ড করছে। তবে নির্বাচন কমিশন বলছে, উপজেলা থেকে পূর্ণাঙ্গ তালিকা না আসার কারণে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। তবে আজ সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতে পারে। জানা যায়, আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমস্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা উপস্থিত থাকবেন। অন্যান্য বছর জেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা লক্ষ্য করা গেলেও  এবারের নির্বাচনে নেই তেমন চাঞ্চল্যতা। এবার সম্মেলন পরবর্তী সিলেকশন হবে না ইলেকশন হবে এ নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে রয়েছে কানাঘোষা। তবে অনেক নেতারাই বলছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তৃণমূল নেতাকর্মীরা বলছেন, ভোটের মাধ্যমেই উঠে আসুক আগামীর নেতৃত্ব। তা হলে দলের ত্যাগী কর্মীরা মূল্যায়ন পাবে। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য জানান, আজ সোমবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। এতে ভোটার সংখ্যা রয়েছে প্রায় ৩৫৯ জন। যুগ্ম-সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট সালেহ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট সুমঙ্গল দাস সুমনসহ একাধিক প্রার্থীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এখনও পর্যন্ত চুড়ান্ত ভোটার তালিকা হাতে পাননি। নির্বাচন পরিচারনা কমিটি প্রথমে ৬ তারিখ পরে ৮ তারিখ দেয়ার কথা বললেও তা প্রকাশ করা হয়নি। সাংগঠনিক সম্পাদক প্রার্থী এডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন জানান, রোববার দিবাগত রাত পর্যন্ত তিনি চুড়ান্ত ভোটার তালিকা পাননি। তবে আজ নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে চুড়ান্ত তালিকা দেয়া হতে পারে বলেন জানান তিনি। এবারের নির্বাচনে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


     এই বিভাগের আরো খবর