,

খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহিলাদলের সভা অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে গতকাল মঙ্গলবার দুপুরে শায়েস্থানগরস্থ বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ জেলা মহিলাদলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ তিনি বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি বাংলাদেশের মানুষের আশা আকাংখার প্রতীক। তিনি বাংলাদেশে বয়স্ক ভাতা ও বিধবা ভাতা চালু করেছিলেন। নারী শিক্ষার প্রসারে উপ-বৃত্তি চালু করেছিলেন, অষ্টম শ্রেণী পর্যন্ত বেতন মওকুপ করেছিলেন। তাই খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মহিলাদের সম্পৃক্ত করতে হবে। নারীদের কল্যাণে খালেদা জিয়ার গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরতে মহিলাদলের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান। জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এড. ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা মহিলাদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলি সুলতানা, নবীগঞ্জ পৌর মহিলাদলের রোকেয়া বেগম, শ্যামলা বেগম, আররিন বেগম, কবিরা বেগম, ফাতেমা বেগম, মিনা বেগম, নূরজাহান বেগম প্রমুখ।


     এই বিভাগের আরো খবর