,

সাংবাদিক ইমদাদুলকে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ॥ কাপনের কাপড় পাঠিয়ে বানিয়াচংয়ের সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে হত্যার হুমকির প্রতিবাদে স্থানীয় ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আঙ্গুর মিয়া, মোশারফ হোসাইন, মোশাহেদ মিয়া, মখলিছ মিয়া, রায়হান উদ্দিন সুমন, খলিলুর রহমান, জীবন আহমেদ লিটন, আনোয়ার মিয়া, শেখ শফিকুল ইসলাম, আল আমিন, মাজহারুল ইসলাম অপুসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে দেয়া হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্ভে এর মুল হোতাদের বের করে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের ব্যানারে আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। সভা শেষে সাংবাদিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে সাংবাদিক ইমদাদুল হোসেন খান জীবনের নিরাপত্তা ও হুমকিদাতাকে বের করে আইনের আওতায় নিয়ে আসতে বানিয়াচং থানায় একটি জিডিএন্টি করেন। জিডি নং ৪২৭, তারিখ ১০/১২/২০১৯ইং। উল্লেখ্য, গত সোমবার অকথ্য ভাষায় গালি দিয়ে অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি কাপড়ের কাপড় পাঠিয়ে সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হুমকি প্রদান করে। এ ঘটনায় বানিয়াচংয়ের সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চরম ক্ষোভ ও ঘৃনা প্রকাশ করেন।


     এই বিভাগের আরো খবর