,

শীততাপ নিয়ন্ত্রিত পোশাক

সময় ডেস্ক ॥ মরুভূমিতে মোতায়েন সেনাদের জন্য পরিধানযোগ্য শীততাপ নিয়ন্ত্রিত পোশাক তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা-ডিআরডিও। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতীয় গবেষণাগারে এ পোশাকের কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে। ম্যান মাউন্টেড এয়ার কন্ডিশনিং সিস্টেম বা এমআইএমএসিএস’টি নামের পরীক্ষামূলক পোশাকটি তৈরি করেছে ডিআরডিও গবেষণাগারের ইন্সটিটিউট অব ফিজিওলজি অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস। ভারতের লোকসভাকে লিখিত প্রশ্নের উত্তরে এ কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার। অবশ্য, একে ভারতীয় গবেষকদের নিজস্ব আবিষ্কার বলা যাবে না। ভারতীয় প্রতিরক্ষা সূত্রগুলো বলেছে, এর আগে আফগানিস্তানে এ জাতীয় পোশাক ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী। রেডিও তেহরান


     এই বিভাগের আরো খবর