,

শাহজীবাজার শালটিলা জুয়ার আসর স্থান পরিবর্তন করে এখন রাজিউরা বাজারের পাশে জুয়ার আসর

সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজীবাজার শালটিলা ফরেস্ট ভিট এলাকায় পাহাড়ের ভিতরে গুপ্ত স্থান পরিবর্তন করে এখন হবিগঞ্জ সদর উপজেলা রাজিউরা বাজারের সড়কের উত্তর পার্শে চারাবাড়ির গুপ্ত স্থানে চলছে জুয়ার আসর। এ আসর প্রতিদিন দুপুর ১টাথেকে রাত ১০টা পর্যন্ত বসছে জুয়ার আসর। উক্ত আসরে হবিগঞ্জ জেলা ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে পেশাদারী জুয়াড়িরা এসে যোগ দিচ্ছে বিভিন্ন শ্রেণির পেশাজীবি কিশোর থেকে প্রাপ্ত বয়স্ক লোকজন। সূত্রে জানা যায়, প্রতিদিন ৪৫ থেকে ৬০ লক্ষ টাকার এ জুয়ার আসর পরিচালনা করছে প্রভাবশালী চক্র। জুয়ার আসরে ওয়ান্টেড বোর্ড, স্মার্ট মোবাইল ফোনে লুডু, কাগজের লুডু সহ নানা রকমের জুয়া খেলার সরজ্ঞাম নিয়ে বসছে। জুয়া খেলায় টাকা হারিয়ে গিয়ে কেউ চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। আইনশৃংখলা সভায় জুয়াড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেও রাজিউরা বাজারের সড়কের উত্তর পার্শে চারাবাড়ির জুয়ার আসর বসা নিয়ে আইনশৃংখলা বাহিনী কোন ব্যবস্থা না থাকায় রাজিউরা ইউনিয়নবাসী সহ আশপাশ এলাকার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে বলে এলাকার সচেতন মহল এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।


     এই বিভাগের আরো খবর