,

হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন কাল দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় আবু জাহিরকেই কান্ডারি চায় তৃণমূল

নিজস্ব প্রতিনিধি ॥ জেলার গোটা আওয়ামী পরিবারের ইস্পাত-কঠিন ঐক্য ও সু-কৌশলী শৃঙ্খলা রক্ষায় আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরকে আবারও কান্ডারি হিসেবে দেখতে চায় তৃণমূল। কাউন্সিলকে ঘিরে এমন আভাসই দিচ্ছেন জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। তাদের অভিমত, নানা কারণে জেলা আওয়ামী লীগে এখনও তৈরী হয়নি এডভোকেট আবু জাহিরের বিকল্প নেতৃত্ব। তৃণমূল নেতাকর্মীদের দাবি এড. আবু জাহির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তিলে তিলে সু-সংগঠিত করেছেন জেলা আওয়ামী লীগকে। চষে বেড়িয়েছেন শহর থেকে গ্রাম। শুধু আওয়ামী লীগ নয়, তার দক্ষ ও পরিশ্রমি হাতের ছোঁয়ায় অতীতের যে কোন সময়ের তুলনায় জেলায় অনেক বেশি শক্তিশালী হয়েছে গোটা আওয়ামী পরিবার। তার দূরদর্শী ও যাদুকরি নেতৃত্বে মাত্র একদশকেই জাতীয় পার্টির দুর্গ ভেঙে হবিগঞ্জ পরিণত হয়েছে দ্বিতীয় গোপালগঞ্জে। রাজপথে রাজনৈতিক ভারসাম্য রক্ষায় এড. আবু জাহিরই ‘সময়ের দাবি’। শুধু তাই নয়, এমপি হিসেবে তার হাতেই সাধিত হয়েছে হবিগঞ্জের যুগান্তকারী উন্নয়ন। দীর্ঘ ৬ বছর পর আগামীকাল বুধবার অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। সম্মেলনকে ঘিরে জেলা আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে চলছে উৎসব আমেজ। ব্যানার-ফেস্টুনে ছেঁয়ে গেছে পুরো শহর। নৌকার আদলে মঞ্চ তৈরীর কাজও প্রায় শেষ পর্যায়ে। আওয়ামী লীগ নেতা-কর্মী থেকে শুরু করে সবার মুখে মুখে এখন সম্মেলন নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কাদের হাতে তুলে দেয়া হচ্ছে জেলা আওয়ামী লীগের কান্ডারিকে হচ্চেন  চলছে চুলছেড়া বিশ্লেষণ। কাউন্সিলে প্রথম অবস্থায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৯ জনের নাম শুনা গেলেও শেষ মুহুর্তে সাধারণ সম্পাদক পদে চমক সৃষ্টি করে প্রার্থী তালিকায় যোগ হলেন- হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও সেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান। কাউন্সিলকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘সিলেকশন-ইলেকশন’। তবে ‘ইলেকশন’ বা ‘সিলেকশন’, যাই হোক না কেন, ত্যাগী নেতারা মূল্যায়িত হবেন; এমন প্রত্যাশা জেলার তৃণমূল নেতা-কর্মীদের। কাউন্সিলে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ৫, সাধারণ সম্পাদক পদে ৭, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১৪ ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন।


     এই বিভাগের আরো খবর