,

রক্ত দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় বাধা দেয়ার জের, শহরের শ্যামলীতে কলেজ ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকায় একটি (সামাজিক সংগঠন) এর মাধ্যমে সাধারণ মানুষকে রক্তদানের নামে টাকা পয়সা হাতিয়ে নেয়ার ঘটনায় বাধা দেয়ার জের ধরে মুবিন মিয়া চৌধুরী (১৮) নামে এক কলেজ ছাত্রকে পিঠিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে। আহত সূত্র জানায়, শহরের শ্যামলী এলাকার লগুছ মিয়া চৌধুরীর পুত্র ও বৃন্দাবন সরকারী কলেজর এইচএসসি ২য় বর্ষের ছাত্র মুবিন মিয়া চৌধুরী দীর্ঘদিন ধরে নিমছায়া স্বেচ্ছায় রক্তদান (সামাজিক সংগঠন) এ পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। সম্প্রতি ওই সংগঠনের সাধারণ সম্পাদক হেলালুর রহমান তুর্কি ও অর্থ সম্পাদক হৃদয় মিয়া সাধারণ মানুষকে রক্ত দেয়ার নামে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে বলে অনেকেই তাকে বিষয়টি অবগত করেন। এরপর সে সংগঠনের সুনামের স্বার্থে বিষয়টি নিয়ে তুর্কি ও হৃদয় মিয়ার সাথে আলাপ করে। কিন্তু এ সময় উল্লেখিতরা বিষয়টি এড়িয়ে যায়। পরে আবারও তারা সংগঠনের সাধারণ সদস্যদের মাধ্যমে সাধারণ মানুষকে রক্ত দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। বিষয়টি জানতে পেরে মুবিন উল্লেখিতদের এই রকম কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য নিষেধ করে। এতে করে তুর্কি ও হৃদয়সহ তাদের লোকজন উত্তেজিত হয়ে উঠে। পরে এ ঘটনার জের ধরে সংগঠনের অপর সদস্য জসিম মিয়া গতকাল বিকেলে স্থানীয় খামারের মাঠে খেলার কথা বলে মুবিনকে ডেকে নিয়ে যায়। এ সময় তাদের মধ্যে বাক-বিতন্ডা হলে এক পর্যায়ে তুর্কি, হৃদয়, কাঞ্চন, সুমন, রিয়াজ ও জসিমসহ কয়েকজন সদস্য তাকে বেধড়ক পিঠিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুবিন জানায়, উল্লেখিতরা তাকে বেধড়ক মারপিট করে তার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ কিছু টাকা নিয়ে যায়। তারা খ্বুই খারাপ প্রকৃতির, তুর্কি ও রিয়াজসহ তাদের কয়েকজনের বিরুদ্ধে প্রশাসনের কাছে খুনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তারা প্রভাব দেখিয়ে সাধারণ যুবকদের মারপিঠ করে আসছে।


     এই বিভাগের আরো খবর