,

বীর মুক্তিযোদ্ধারাই জাতির সূর্য সন্তান স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন -উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, বীর মুক্তিযোদ্ধারাই জাতির সূর্য সন্তান আর স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধে আমাদের হবিগঞ্জ জেলার রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। কারণ বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক প্রয়াত মেজর জেনারেল এম. এ. রব। মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে বীর উত্তম খেতাবে ভূষিত এবং মেজর জেনারেল পদে উন্নীত করা হয়। মেজর জেনারেল এম এ রব বীর উত্তম এর নামে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করায় কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। মহান বিজয়ের মাসে আমাদের গর্বিত সন্তানদের স্মৃতি ধরে রাখতে এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত রাখতে হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে দুইদিন ব্যাপী মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল প্রয়াত এম. এ. রব বীর উত্তম সিক্স এ সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথাগুলো বলেন। জাকজমকপূর্ণ অনুষ্ঠান ও হাজার হাজার দর্শকের অংশগ্রহণের মধ্য দিয়ে খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় ফিতা কেটে ও ব্যাটিং করে সিমিত ৬ ওভারের ক্রিকেট খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ৮নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজুর সভাপতিত্বে ও স্থানীয় মেম্বার আসাদ হোসেন চৌধুরী এবং উপজেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মোজাহিদ আহমেদ শাহীনের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ শওকত আরেফিন সেলিম, নবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোক্তাদির চৌধুরী, নবীগঞ্জ ইউকে এডুকেশন ট্রাস্টের সাবেক সহ-সভাপতি মোঃ আলতাব উদ্দিন, সদর ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী, সদর ইউপি জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব হায়দর মিয়া, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সহসভাপতি আলী হাছান লিটন, স্পেন আওয়ামী যুবলীগ নেতা জুয়েল আহমেদ মালেক প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে আছেন মোঃ আসাদ হোসেন চৌধুরী মেম্বার, ৪নং ওয়ার্ড সদর ইউনিয়ন পরিষদ, মোজাহীদ আহমেদ শাহীন, আব্দুল কাহার, সাহেল আহমেদ, রানা আহমেদ, রুকু চৌধুরী, মাহবুবুর রহমান, সোমায়েল আহমেদ, রুবাল মিয়া, জামিল আহমেদ, আজিজুল, তৌহিদ আহমেদ ও সোহাগ আহমেদ। আজ বুধবার সন্ধ্যায় খেলা সম্পন্ন করে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের একটি গিয়ার সাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোন পুরস্কার দেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর