,

মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী বাজারজাতে বানিয়াচংয়ে পিতা-পুত্রের কারাদন্ড

সংবাদদাতা ॥ অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যে ভেজাল মেশানো, মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী বাজারজাত করণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বানিয়াচংয়ে পিতা-পুত্রকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে বানিয়াচং উপজেলার নতুন বাজারের সাগরদিঘীর দক্ষিণ পাড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. মতিউর রহমান খানের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে অনুমোদন ছাড়া চিপস, চানাচুরসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যে ভেজাল মেশানো, মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী বাজারজাত করণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে সেন্টু মিয়া (৫৫) ও তার ছেলে কাউসার মিয়াকে (২২) হাতেনাতে গ্রেফতার করা হয় এবং বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। গ্রেফতার কাউসার মিয়া ও সেন্টু মিয়া প্রত্যেককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত ভেজাল খাদ্য সামগ্রী জনসমক্ষে ধ্বংস করা হয়। মোবাইল কোর্টে সহায়তা করেন বানিয়াচং থানা পুলিশের একটি দল। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মতিউর রহমান খান জানান, জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে।


     এই বিভাগের আরো খবর