,

নবীগঞ্জে পৌর বিএনপির ৯নং ওয়ার্ড কমিঠি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর বিএনপির ৯নং ওয়ার্ড কমিঠি গঠিত হয়েছে। কমিঠি গঠন উপলক্ষ্যে গতকাল সোমবার রাত সাড়ে ৭ টায় তিমিরপুর বাজার সংলগ্ন মোকাম বাড়িতে ৯নং ওয়ার্ড বিএনপি নেতা ছবির মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা মীর বাচ্ছু মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সাবেক আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অরবিন্দু রায়, নবীগঞ্জ পৌর বিএনপির ১ম সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিঠু, পৌর বিএনপির সদস্য মোঃ আলাউর রহমান, হাজী আবু ছালেক, ২ নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল হক চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত সভাপতি দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কুরুষ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য ও নব নির্বাচিত ২নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মোঃ আছমত আলী, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক মোঃ ইসলাম উদ্দিন, ছাত্রদলের সভাপতি রায়েছ আহমেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন আহমেদ, ছাত্রদল নেতা অর্নিবান নাগ প্রমূখ। বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মনির মিয়া, মোঃ মধু মিয়া, মোঃ আনকার মিয়া, মোঃ আব্দুল জলিল, মোঃ গাজী মিয়া, মাদাই মিয়া, বিধু সূত্রধর, মোঃ সফর উদ্দিন, পরিতোষ শীল, মোঃ ফারুক মিয়া, আজাদ মিয়া, আনহার মিয়া, আলকাছ মিয়া, আফজল মিয়া, লাদেন মিয়া, জাকির মিয়া, আব্দুর রহমান, খোকন মিয়া, সালেহ মিয়া, দুরুদ মিয়া প্রমুখ। সভায় সভাপতিসহ সকল পদে একাধিক প্রার্থী থাকলেও পৌর বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে সর্বসম্মতিক্রমে হাজী মোঃ আবু ছালেককে সভাপতি, মোঃ গাজী মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ আনকার মিয়াকে সাধারণ সম্পাদক, মোঃ মীর বাচ্ছু মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সফর উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ ফারুক মিয়াকে সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় প্রধান অতিথি তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন, আজকের ওয়ার্ড কমিঠিতে যারা নেতৃত্বে আসলেন তাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। আর যারা দায়িত্ব পাননি তাদের দায়িত্ব আরো বেশি বেড়ে গেল। সবাইকে এক সাথে কাজ করার আহবান জানিয়ে তিনি আগামী দিনের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নেয়ারও আহবান জানান। সভার বিশেষ অতিথি নাজমুল ইসলাম বলেন, সম্পূর্ন অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় বর্তমান অবৈধ সরকার কারাবন্দি করে রেখেছে। আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রীকে জেল থেকে বের করে আনতে হবে।


     এই বিভাগের আরো খবর