,

টানা শৈত্য প্রবাহে নবীগঞ্জে জনজীবন বিপর্যস্ত

তৌহিদ চৌধুরী ॥ টানা শৈত্যপ্রবাহে নবীগঞ্জে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ বেরোচ্ছেন না সবচয়ে বেশি বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষরা। দুবেলা কাজ না করলে দুমুঠো অন্ন জোটে না এমন মানুষরা শীতের প্রকোপে কুঁকড়ে গেছেন। প্রচন্ড ঠান্ডায় ভিড় বাড়ছে শহরের বিপনি বিতানগুলো, বিশেষ করে শহরের ভ্রাম্যমান দোকানগুলোতে। একই সাথে ঠান্ডাজনিত রোগে শিশুরোগীর সংখ্যা বেড়েই চলেছে। টানা এক সপ্তাহ যাবত জেঁকে বসেছে শীত। ক’দিন ধরে সূর্যের দেখা মিলছে না বললেই চলে পুরো আকাশ মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে কনকনে বাতাস। ছিন্নমূল মানুষরা সকাল-সন্ধ্যা আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন। শহরে মানুষের আনাগোনা নেই বললেই চলে। ভিড় বেড়েছে শহরের হকার্স মার্কেটের বিভিন্ন দোকানে। স্বল্প দামে শীতের কাপড় মেলায় নিম্নআয়ের মানুষরা এসব দোকানেই ভিড় করছেন। গতকাল মঙ্গলবার সরজমিনে নবীগঞ্জ শহর গুরে দেকা যায়, শহরের ওলীগলির ভ্রাম্যমান দোকান গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড়, শহরের আশপাশে বিভিন্ন জায়গায় অনেককেই আগুন জালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়।


     এই বিভাগের আরো খবর