,

বলয়গ্রাস সূর্যগ্রহণ বৃহস্পতিবার

সময় ডেস্ক ॥ বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে আগামীকাল বৃহস্পতিবার। আকাশ মেঘাচ্ছন্ন না থাকলে বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রহণ বাংলাদেশ সময় (বিএসটি) সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। এটি চলতি বছরের তৃতীয় ও সর্বশেষ সূর্যগ্রহণ হবে। এর আগে গত ৬ জানুয়ারি ও ২ জুলাই সূর্যগ্রহণ হয়েছিল। সেগুলো বাংলাদেশ থেকে দেখা যায়নি। এবারের সূর্যগ্রহণটি দেখা যাবে ভারতসহ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকার কয়েকটি দেশ থেকে। পৃথিবী ও সূর্যের মাঝে থাকা চাঁদ যদি সূর্যকে পুরোপুরি ঢাকতে না পেরে শুধুমাত্র তার কেন্দ্রস্থলকে ঢেকে দেয়, তা হলে বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়। এসময় সূর্যকে উজ্জ্বল রঙের একটি অগ্নিবলয়ের মতো মনে হয়, যার মাঝখানটা কালো। আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, আরব সাগরের ওমানের রাস মাদ্রাকাহের দক্ষিণ-পশ্চিম দিকে বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাহরাইনের উরায়ারাহের পশ্চিম দিকে বাংলাদেশ সময় সকাল নয়টা ৩৬ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপিন্স সাগরে ওয়েক দ্বীপের পশ্চিম দিকেবেলা ১২ টা ৫৯ মিনিট ২৪ সেকেন্ডে। সর্বোচ্চগ্রহণ দেখা যাবে মালাক্কা প্রণালীতে রুপাথ দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ সময় ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে। গ্রহণ শেষ ফিলিপিন্সের গুয়াম দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে বেলা দুইটা পাঁচ মিনিট ৩৬ সেকেন্ডে।


     এই বিভাগের আরো খবর