,

জালাল স্টেডিয়ামে প্রেসক্লাবের আউটডোরের খেলায়ও উৎসব

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়ায় ইনডোরের ছেয়েও বেশী আকর্ষনীয় ছিল আউটডোর গেইমস। কোন ধরনের অনুশীলন ও অভ্যাস না থাকলেও গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিভিন্ন ইভেন্টে পুরস্কারের লড়াইয়ে অংশ নেন প্রেসক্লাবের সদস্যরা। শুধু সাংবাদিকরাই নন। মাঠে নামেন তাদের স্ত্রী ও সন্তানরাও। ক্রিকেট ও ফুটবলের লড়াইয়ে মাঠে নামে প্রিন্ট মিডিয়ার একটি দল এবং ইলেক্ট্রনিক মিডিয়ার একটি দল। রিতিমত লড়াই হয় সেখানে। লড়াইটি শুরু হয় খেলার পূর্ব থেকেই। টিভি মিডিয়া আয়েশা ফ্রেব্রিক্স এর কাছ থেকে স্পন্সর নিয়ে তাক লাগিয়ে দেয় সবাইকে। তবে মাঠে ক্রিকেটে জয় হয় প্রিন্ট মিডিয়ার এবং ফুটবলে টিভি মিডিয়ার। দৌড়া এবং বর্শা, গোলক ও চাকতি নিক্ষেপে ছিল তুমুল লড়াই। মাঠে ছিল অনেক দর্শক। নারী দর্শকেরও সমাগম ছিল মাঠে। মূলত মাইকে আকর্ষনীয় ধারা বিবরনী দর্শকদেরকে টেনে আনে। অভিজ্ঞ রেফারী আব্দুল মোতালিম মমরাজ, লিটন মিয়া, ফয়সল চৌধুরী, অনিক ও নোমান খেলা পরিচালনা করেন। এদিকে ইনডোর গেইমসও শেষ পর্যায়ে। আজ সকল ইভেন্টের ফাইনাল শেষ হবে। আগামীকাল ২৭ ডিসেম্বর সন্ধ্যায় কাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।


     এই বিভাগের আরো খবর