,

হবিগঞ্জে ৩য় বাইসাইকেল রোভার স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০১৯ উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ “অরুণ্যের মেলবন্ধনে রোভারিং” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে ৫দিন ব্যাপী বাইসাইকেল রোভার স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প ২০১৯ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বৃন্দাবন সরকারী কলেজ মাঠে জেলা রোভার স্কাউটস এর কমিশনার অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল এর সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহনাজ পারভিন, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার হারুন অর রশিদ, জেলা রোভার স্কাউটস, সহ সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রফেসর মোঃ তৌফিক আহমদ ও জেলা রোভার স্কাউট লিডার ফখরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটস এর সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কাইয়ুম। কোরআন তেলাওয়াত করেন রোভার কামরুজ্জামান পাভেল। ৫ দিন ব্যাপী এই ক্যাম্পে অংশগ্রহনকারী রোভার স্কাউটগন বাইসাইকেলযোগে বানিয়াচং উপজেলার ঐতিহাসিক সাগরদিঘি, লক্ষীবাউর জলাবন, সদর উপজেলায় উচাইল গ্রামে বাদশাহী আমলের শাহী মসজিদ, শাহজীবাজার, তেলিয়াপাড়া চা বাগানে স্মৃতি সৌধ, চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা বনাঞ্চল সফর করবেন। এ সময়ে তারা জঙ্গল ট্র্যাকিং, ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর বৈচিত্রময় জীবন যাপন ও স্বতন্ত্র সংস্কৃতির সাথে পরিচয়, নাইট হাইকিং, এরিয়েল রানওয়ে, ব্যাক উডস ম্যান কুকিং, ক্যাম্পিং কুইজ, বনকলা, স্কাউট ইউনিট পরিদর্শন, স্ক্রিপ্ট রাইটিং ও ক্যাম্প ফায়ার সম্পর্কে সম্যক ধারনা লাভ করবেন। ক্যাম্পে জেলার বিভিন্ন রোভার ইউনিট এবং কুষ্ঠিয়া ও রাজশাহী থেকে ৬৫ জন রোভার স্কাউট অংশগ্রহন করছেন।


     এই বিভাগের আরো খবর