,

চুনারুঘাটে ইউএনও সত্যজিত রায় দাশের বিরুদ্ধে বিক্ষোভ

সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের বিরুদ্ধে ট্রাক্টর মালিককে জিম্মি করে অর্থ আদায় ও অপরিকল্পিতভাবে ট্রাক্টর আটক রাখার অভিযোগ তুলে উপজেলার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ট্রাক্টর মালিক শ্রমিকরা। গতকাল রবিবার সকাল ১০টায় পৌর শহরের দক্ষিণ বাজার পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক প্রায় ২ ঘন্টা রাস্তা বন্ধ করে দেয় বিক্ষোব্ধ শ্রমিকরা। এ সময় উভয় পাশের প্রায় শতাধিক যান আটকা পড়ে। বিক্ষোভকারীরা ইউএনও’র বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অসদচারণ, ট্রাক্টর মালিক নুর ইসলামকে আটক রেখে তার বাড়িতে খবর দিয়ে ৫০ হাজার টাকা আদায় করার অভিযোগ করেন। এ ঘটনার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ঘটনা স্থলে গিয়ে শ্রমিকদের শান্তনামুলক বক্তব্য রাখেন এবং তাদের বিষয়টি ইউনওর সাথে আলোচনা করে দাবী মেনে নেয়া হবে বলে আশ্বস্ত করলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এনিয়ে আজ সোমবার বসার কথা রয়েছে। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকদের অবরোধে শহরের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়ে যাত্রীসহ সাধারণ মানুষ। উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


     এই বিভাগের আরো খবর