,

বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান ৩ জুয়াড়ী ও ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ জুয়াড়ী ও ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ও সহকারী কমিশনার ভূমি মতিউর রহমান খাঁন। গতকাল সোমবার সকাল ১০ টায় সদরের পূর্বগড় জাঙ্গলে জুয়াখেলা অবস্থায় পূর্বগড় গ্রামের ফিরোজ উল্বার ছেলে আনোয়ার মিয়া, কামালখানী গ্রামের রহিম উল্বার ছেলে আক্তার মিয়া এবং নন্দীপাড়া এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে আবু খায়ের মিয়াকে আটক করে বানিয়াচং থানা পুলিশ। তাৎক্ষনিক ওইস্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক ৩ জনকে ৫ শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া বিকালে স্থানীয় আদর্শ বাজারের পঁচা ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় হোটেল ব্যবসায়ী আব্দুল অদুদ মিয়াকে ২ হাজার, আব্দু শহিদ মিয়াকে ১ হাজার, সেলিম মিয়াকে ১ হাজার, মোজাম্মিল মিয়াকে ১ হাজার ও ফল ব্যবসায়ী মুক্তাদির মিয়াকে ২ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান এর সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।


     এই বিভাগের আরো খবর