,

মাধবপুরে প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট

সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। এরফলে প্রাথমিক শিক্ষার সঠিক তদারকি হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ৬ টি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকতার পদ রয়েছে। কিন্তু কর্মরত রয়েছেন মাত্র দুজন। একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকারী সফরে বিদেশ থাকায় এ পদটিতে একজন সহকারী শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অফিস সহকারী ৫ টি পদের মধ্যে রয়েছেন মাত্র ১ জন। তিনিও শাররীক ভাবে অসুস্থ। মাহমুদ হোসেন নামে একজন অফিস সহকারী প্রেষনে দায়িত্ব পালন করছেন ঢাকা শিক্ষা অফিসে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র আচার্য্য জানান, ১৪১ টি প্রাথমিক বিদ্যালয়ে ৬ টি ক্লাস্টারে ৬ জন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থাকার কথা। রয়েছেন মাত্র ২ জন। জনবল সংকটের কারনে সারা উপজেলা ৬ টি ক্লাস্টার তদারকি করা খুবই কষ্টকর। এ শূন্যপদগুলো পূরনের জন্য উধ্বর্তন কতৃপক্ষের নিকট চিঠি দেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর