,

মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাস গ্রন্থাগারের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুষ্কার

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে “বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র দাস গ্রন্থাগার” এর উদ্যোগে ৩ দিন ব্যাপী দ্বৈত ব্যাটবিনটন টুনামেন্টের চ্যাম্পিয়ান ও রানার্স আপদের মধ্যে টপি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে গ্রন্থাগারের পরিচালনা কমিটির সভাপতি রত্নদীপ দাস রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, সিলেটস্থ ভাটী বাংলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জার্নেল চৌধুরী, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রাসমোহন দাশ, উপজেলা যুবলীগ নেতা রূপায়ণ দাশ, ওয়ার্ড যুবলীগ সভাপতি রিন্টু দাশ, গ্রন্থাগারের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, পাঠক ফোরামের সাধারণ সম্পাদক ঝিনুক দাশ, সহ-সভাপতি সৈকত দাশ, ক্রীড়া ফোরামের সভাপতি রনি দাশ, সাধারণ সম্পাদক মিশু দাশ, দ্বৈত চ্যাম্পিয়ান অনিক ও রূবেল দাশ, রানার্স আপ রিপন ও প্রতীক প্রমুখ। বক্তাগণ লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে তরুনদের সক্রিয় হওয়ার কথা বলেন এবং বলেন যে খেলাধুলায় জড়িতরা কখনো মাদকাসক্ত হতে পারে না। তাই তরুন প্রজন্মকে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এগিয়ে আসলেই জাতি সমৃদ্ধ হবে।


     এই বিভাগের আরো খবর