,

বানিয়াচংয়ের উত্তর সাঙ্গর গ্রামে অশ্লীল বাউল গান পন্ড করতে গিয়ে পুলিশ পরিদর্শক সুমনসহ আহত ৫

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে অশ্লীল বাউল গান পন্ড করতে গিয়ে আলাউদ্দিন মেম্বার ও তার লোকজনের হামলায় পুলিশ পরিদর্শক সুমনসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মুল হোতা আলাউদ্দিনসহ ৮ জন কে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় এসআই ফারুক আহমেদ, কনস্টেবল সাইদুর রহমানকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ জানায়, ওই সময় উত্তর সাঙ্গর গ্রামের আলা উদ্দিন মেম্বারের বাড়িতে বাউল গানের আসর জমায়। সেখানে বিভিন্ন স্থান থেকে পেশাদার নর্তকীরা এসে গান-বাজনা শুরু করে এক পর্যায়ে অশ্লীল নৃত্য দেখে বিপথগামী যুবকরা টাকা বিলিয়ে দেয়। খবর পেয়ে সুজাতপুর পুলিশ ফাড়িঁ পরিদর্শক মহিউদ্দিন সুমনসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে আসর পন্ড করতে চাইলে মেম্বার ও তার লোকজন পুলিশকে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালায়। তারা আত্ম রক্ষার্থে পাল্টা হামলা চালায় এতে পুলিশসহ ১০ জন আহত হয়। তবে গ্রেফতারের ভয়ে স্থানীয় লোকজন হাসপাতালে চিকিৎসা নেয়নি। গতকাল বুধবার গভীর রাতে বানিয়াচঙ্গ থানার পুলিশ মেম্বারসহ ৮জনকে আটক করে কারাগারে প্রেরন করে। এ ঘটনায় পরিদর্শক মহিউদ্দিন সুমন বাদী হয়ে আলা উদ্দিন মেম্বারকে প্রধান আসামী করে আরও ৩০/৪০ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করে। তবে আলাউদ্দিন মেম্বার নিজেকে নির্দোষ দাবী করলেও বানিয়াচঙ্গ থানার ওসি রঞ্জণ কুমার সামন্ত জানান, বাউল গান নিষেধ !! এ আদেশ অমান্য করে আলাউদ্দিন মেম্বার ও তার বাহিনীরা অশ্লীল বাউল গানের আসর বসায়। পুলিশ পন্ড করতে গেলে পুলিশের উপর হামলা চালায়। আটকদেরকে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরন করেছে।


     এই বিভাগের আরো খবর