,

মেয়রদের শপথ হতে পারে আগামী মাসের প্রথম সপ্তাহে

সময় ডেস্ক ॥ ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকরা বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। আর সেই সঙ্গে শিগগিরই নব নির্বাচিত মেয়রদের বরণ করে নেওয়ারও প্রস্তুতি শুরু হয়ে যাবে সিটি কর্পোরেশন কার্যালয়গুলোতে। সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হবার পরই সেটা করা হবে। মেয়ররা যদি এখন যে সব চেয়ার টেবিল রয়েছে সেটাতে বসলে নতুন করে কোন কিছুই কেনা হবে না। আর যদি তারা আগের চেয়ারে না বসেন তাহলে চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্রও পরিবর্তন করা হবে। পাশাপাশি মেয়রদের বসার রুমেও চুনকাম করা হবে। সেই হিসাবে পরিকল্পনা করছেন সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তারা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র জানায়, গেজেট প্রকাশের পর নতুন মেয়রদের শপথ গ্রহণ হবে। এদিকে ঢাকার দুই সিটি কর্পোরেশন বর্তমানে দায়িত্বপালনরত প্রশাসকরা এখন রুটিন কাজ করছেন। রুটিনের কাজের বাইরে যে সব কাজ রয়েছে সেগুলো রেখে যাচ্ছেন পরবর্তী মেয়রের জন্য। বেশ কয়েকটি পদে দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পথে রয়েছে। কিন্তু সেটা চূড়ান্ত করেনি। সেটা পরবর্তী মেয়রের জন্য রেখে গেছেন। উত্তরের প্রশাসকও রুটিন কাজ করছেন। এদিকে সূত্র জানায়, নতুন মেয়রদের শপথ গ্রহণ কবে হবে এই ব্যাপারে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে তা শিগগিরই হয়ে যাবে বলে জানান সংশ্লিষ্ট সূত্র। সূত্র জানায়, আগামী মাসের প্রথম সপ্তাহে শপথ গ্রহণ হতে পারে মেয়রদের। আর না হলে এর পরের সপ্তাহে অবশ্যই শপথ গ্রহণ ও দায়িত্ব নিবেন তারা।


     এই বিভাগের আরো খবর