,

শ্রীমতপুর স.প্রা.বি.স্থান বর্ধিত’র জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাংগা ইউনিয়নের শ্রীমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্থান বর্ধিত করার আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বরারর আবেদনটি করেন শ্রীমতপুর গ্রামের বাসিন্দা আলী মিয়া। তিনি আবেদনে উল্লেখ করেন, ৩ হাজার মানুষের বসবাস ওই গ্রামে। ২ শতাধিক ছাত্রছাত্রী পড়ালেখা করছে ওই বিদ্যালয়ে। তুলনামূলক কম জায়গায় প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীদের পাঠদানে অসুবিধা হচ্ছে। শুধু তাই নয় খেলার মাঠ না থাকায় ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পারছেনা। পাশের বাড়ির উঠানে খেলাধুলা করছে। জাতীয় সংগীত পরিবেশন করারমত কোন স্থান নেই। বিদ্যালয়টি অন্যত্র সরানোর জায়গা থাকলেও দাতা সদস্যরা দিচ্ছেন না। অত্র বিদ্যালয়টি ৯ শতক জায়গার উপর প্রতিষ্ঠিত। কিন্তু সরকারের নিয়ম হচ্ছে ৩৩ শতক জায়গা লাগবে প্রাইমারী স্কুল তৈরি করতে। তিনি বিদ্যালয় সরানোর দাবি জানান।


     এই বিভাগের আরো খবর