,

নবীগঞ্জে সার ডিলারশীপ লাইসেন্স নিয়ে কৃষকদের সাথে প্রতারণা

ইউএনও বরাবর অভিযোগ দিলেন ভুক্তভোগীরা

সংবাদদাতা ॥ নবীগঞ্জে সার বিক্রির ডিলারশীপ নিয়ে কৃষকের সাথে অনিয়ম ও প্রতারনা করে সার বিক্রির দায়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এমনকি তার অনুলিপিপত্র বিভাগীয় কমিশনার সিলেট, জেলা প্রশাসক হবিগঞ্জ, জেলা কৃষি অফিসার হবিগঞ্জ, উপজেলা কৃষি অফিসার নবীগঞ্জ ও অফিসার ইনচার্জ নবীগঞ্জকে দেয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের মৃত ইয়াসিন উল্লার পুত্র আরমান উদ্দিন শর্ত সাপেক্ষে সার বিক্রির ডিলারশিপের দায়িত্ব গ্রহন করেন। তিনি নির্ধারিত মুল্যে সার বিক্রি না করে মনগড়াভাবে কৃষকদের কাছে উচ্চ দামে সার বিক্রি করে যাচ্ছেন। এতে অসহায় দরিদ্র কৃষকরা তার কাছ থেকে সার ক্রয় করা কষ্টসাধ্য হয়ে পড়ে। গত ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলার তৎকালীন ইউএনও তৌহিদ-বিন হাসানের নিকট অভিযাগ দেয়া হয়। কিন্তু রহস্যজনক কারণে প্রতিকার হয়নি। তার চরম দুর্নীতি ও প্রতারণায় অতিষ্ট হয়ে এলাকার ভুক্তভোগী ও সচেতন মহল গণস্বাক্ষর দিয়ে গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলা নবাগত নির্বাহী অফিসার বিশ্বজিৎ পালের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের প্রত্যাশা সুষ্ট তদন্ত করে সার ডিলারশীপ আরমান উদ্দিনের লাইসেন্স বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে ভুক্তভোগীদের ন্যায্য বিচার করা।


     এই বিভাগের আরো খবর