,

নবীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও ক্ষনগণণা উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও ক্ষণগননা উদযাপন উপলক্ষে উদ্ধোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে সারাদেশের ন্যায় একযোগে বাংলাদেশ টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষনের মাধ্যমে উদ্ধোধন করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর প্রতিক নুর উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, কৃষি কর্মকর্তা এম.কে মাকসুদুল করিম, নবীগঞ্জ সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সফর আলী, যুগ্ম সম্পাদক ক্বাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমদ মিলু, পজিব কর্মকর্তা শাকিল আহমদ, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্দী খান সুজন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, নবীগঞ্জ সরকারী জে, কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সাধারণ সম্পাদক বিপুল দেব, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি হরিপদ দাশ, সাধারণ সম্পাদক মজিদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান স্বপন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, প্রধান শিক্ষক শাহিনুর আক্তার চৌধুরী পান্না, আলী আমজদ মিলন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান খান, খয়রুল বশর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর