,

পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের আটে বাংলাদেশ!

সময় ডেস্ক ॥ পাকিস্তানকে বাংলাওয়াশ করার সবচেয়ে বড় পুরস্কার পেল বাংলাদেশ। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সাত থেকে একেবারে নয়ে নেমে গেছে পাকিস্তান। আট নম্বর অবস্থানটি ধরে রাখতে পারলে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। শুধু তা-ই নয়, বাংলাদেশের সামনে সুযোগ থাকছে সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজকেও টপকে যাওয়ার। কারণ, বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ দুদলেরই রেটিং পয়েন্ট ৮৮। ৩৫ ম্যাচে মোট ৩ হাজার ৯৪ পয়েন্ট ক্যারিবীয়দের। ২৮ ম্যাচে বাংলাদেশের মোট পয়েন্ট ২ হাজার ৪৭১। মোট পয়েন্টে এগিয়ে থাকায় সমান রেটিং পয়েন্ট নিয়েও সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। তবে জুন মাসেই ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। ঘরের মাঠে সেই সিরিজে ভালো করলে ওয়েস্ট ইন্ডিজকে নামিয়ে বাংলাদেশ সাতে উঠে যেতে পারে। তবে সাত-আট-নয় অবস্থানে থাকা তিন দলের মধ্যেই ব্যবধান সামান্য। ৪৩ ম্যাচে ৮৭ রেটিং পয়েন্ট পাকিস্তানের। বাংলাদেয়-ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র এক রেটিং পয়েন্ট পেছনে। ফলে তিন দলের মধ্যে রেটিং পয়েন্টের অদৃশ্য একটা লড়াই চলবে।


     এই বিভাগের আরো খবর