,

চায়নার নর্থ লাইন এয়ারপোর্ট প্রকল্প পরিদর্শন করেছেন এমপি আবু জাহিরসহ সংসদীয় কমিটির নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার ॥ চায়নার নর্থ লাইন এয়ারপোর্ট প্রকল্প পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ-৩ আসনের এমপি এড. মোঃ আবু জাহিরসহ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃবৃন্দ। ঢাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ করতে ইচ্ছুক ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে গতকাল শনিবার প্রকল্পটি পরিদর্শনে যান তারা। পরে সংশ্লিষ্ট কোম্পানীর উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন নেতৃবৃন্দ। বৈঠকে বাংলাদেশের এই প্রকল্প বাস্তবায়নে স্বক্ষমতা প্রমাণে বিশ্বের বিভিন্ন দেশে তাদের নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টানেল এবং রেলওয়ে নির্মাণের নানা তথ্য উপস্থাপন করে কোম্পানী কর্তৃপক্ষ। এছাড়া মানসম্মত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে বলেও বাংলাদেশের প্রতিনিধি দলকে আশ্বাস্থ্য করেছে তারা। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এমপি, এমপি আবু জাহির এর সহধর্মিনী আলেয়া আক্তার, মোহাম্মদ সেলিম উদ্দিন এমপি’র সহধর্মিনী শামীমা আক্তার, অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান, সহকারী প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান, যুগ্ম সচিব এস এম লাবলুর রহমান, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহীন হোসাইন ও আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মুনীর হোসেন।


     এই বিভাগের আরো খবর