,

কাল থেকে মোড়ারবন্দ দরবার শরীফে ২ দিনব্যাপী ওরস শুরু

সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মোড়ারবন্দ দরবার শরীফের ওরস আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে এবং ২ দিনব্যাপী ওই ওরস চলবে। ইতিমধ্যে এ ওরসকে গিরে মাজার প্রাঙ্গণে আলোকসজ্জাসসহ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ওই দরবার শরীফের গদীশীন মোতাওল্লী আলহাজ¦ সৈয়দ শফিক আহমেদ চিশতী জানান, মেহমানদের আপ্যায়নের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে নিরাপত্তার জন্য প্রশাসন কর্তৃক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন। মাজার প্রাঙ্গণে ও আশে-পাশে এলাকায় কোন অবৈধ কার্যকালাপ চলবে না মাজারের আশে-পাশে শিশুদের জন্য খেলনা দোকানসহ ও বিনোদনের জন্য নাগর দোলা বসানো হয়েছে। এবার ৩০ পৌষ থেকে ২ মাঘ ৩ দিন ব্যাপী এ ওরস চলবে। বুধবার দিবাগত রাত আখেরী মোনাজাতের মাধ্যমে ওরস সমাপ্তি ঘোষণা করা হবে। তবে মাজারের আশে-পাশে কোন ধরনের যান-বাহন পাকিং করতে দেয়া হবে না।


     এই বিভাগের আরো খবর