,

বাহুবলে চা বাগানের দেড় হাজার শীতার্থ চা শ্রমিকেেদর শীতবস্ত্র প্রদান

সংবাদদাতা ॥ হাতের কাছে থাকা দরিদ্র লোকজন একের পর এক শীতবস্ত্র পেলেও প্রত্যন্ত এলাকার লোকজন থাকে অবহেলীত। আর শীতবস্ত্র হিসাবে বিতরণ হয় শুধু কম্বল। শীত নিবারনে এর বাহিরেও আরও গরম কাপড়ের প্রয়োজন। শীতকাল আসলেই হু হু করে বেড়ে যায় এই শীতের পোষাক। ফলে সাধ থাকলেও সেই পোষাক কেনার আর সাধ্য থাকেনা দরিদ্র লোকজনের। বিশেষ করে চা শ্রমিদেরমত নি¤œ আয়ের মানুষরা শীতকে মেনে নিয়েই অপেক্ষার প্রহর গুণে কবে আসবে বসন্তকাল। বাহুবল উপজেলার আমতলি চা বাগানের এধরনের দেড় হাজার শীতার্থ চা শ্রমিক ও তাদের সন্তানরা এই শীতকে মোকাবেলার সামান্য অবলম্ভবন পেয়েছে। আর এই অবলম্ভবন সৃষ্টি করেছে রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল। তাদের পাশে ছিল বাডস কিন্ডার গার্টেন স্কুল। গতকাল রবিবার এই শীতার্থ দরিদ্র লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে ক্লাব সদস্যরা হয়েছেন আনন্দিত। আর উপলদ্ধি করেছেন শহরের গন্ডি থেকে বেরিয়ে ছুটতে হবে প্রত্যন্ত এলাকায় আর প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের কাছে। গতকাল গাড়ী বোঝাই করে কম্বল, সোয়েটার, চাদর আর জ্যাকেটসহ বিভিন্ন শীতবস্ত্র নিয়ে যান আমতলি চা বাগানে। এ সময় সেখানে উপস্থিত শ্রমিক ও তাদের সন্তানরা সু-শৃঙ্খলভাবে লাইনে দাড়ান। আমতলি চা বাগানের ব্যবস্থাপক কাজী মাসুদুর রহমান সবাইকে স্বাগত জানান। এডভোকেট সুদীপ রায় সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা। সেখানে আরও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী মনির হোসেন, কোষাধ্যক্ষ জাহেদুল ইসলাম, তবারক আলী লস্কও, ডা. জমির আলী, নোমান, টিপু চৌধুরী, আব্দুল্লাহ মোশাহিদ, রফিকুল বারী মামুন ও শিউলি রানী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর