,

নবীগঞ্জে রংধনু সাহিত্য পরিষদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ

স্বার্থান্বেষী মহল অবৈধভাবে ফায়দা হাসিলের জন্য গোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। প্রকৃত (৩য় পৃষ্ঠায় বিস্তারিত) ঘটনা হলো বিগত ২৮শে এপ্রিল রোজ মঙ্গঁলবার সন্ধ্যা ৭ঘটিকায় রংধনু সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় সংগঠনের সভাপতি কবি রংধনু রাজ মিল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মুহাম্মদ হৃদয় রাজ শাওনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাংগঠনিক সম্পাদক কবি শেখ সাদেক ইমতিয়াজ সংগঠনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাখাল সূত্রধর কর্তৃক সংগঠন বিরুধী বিভিন্ন কর্মকান্ড ও সমিতির অর্থ আত্মসাতের বিষয়টি উত্তাপন করেন। এ সময় উপস্থিত সকল সদস্যবৃন্দ রাখালকে সংগঠন বিরুধী কর্মকান্ডে জড়িত থাকা ও সংগঠনের অর্থ আত্মসাত করায় তাকে রংধনু সাহিত্য পরিষদের স্বীয়পদ স্থগিত করে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহনের মতামত উত্তাপন হলে সভায় সর্বসম্মিতিক্রমে তাকে রংধনু সাহিত্য পরিষদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়। সেই সাথে তার বহুঅপকর্মের সহযোগি সংগঠনের সহ-অর্থসম্পাদক এমডি হামিদুরকে কটোর ভাবে শ্বাশানোরপর সে তার কৃতকর্মের কথা স্বীকার করে সংগঠনের কাছে জোড় হাত করে ক্ষমা প্রার্থনা করলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু রাখাল তার প্রতিশোধের নেশায় অসৎ উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসে সংঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এর দোহাই দিয়ে আমাকে নবীগঞ্জ প্রেসক্লাবে নিয়ে যায়। আমি সেখানে পৌছে দেখি পূর্ব থেকেই অবস্থানরত মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি উক্ত সংগঠন থেকে বহিস্কৃত সভাপতি এম.এ কাশেম ও এমডি হামিদুর ও তার কাজের লোক সাইফুল ইসলাম সারংসহ বহিরাগত কয়েকজনকে। তখন আমি রাখালকে রংধনু সাহিত্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কথা জিজ্ঞাস করলে তাহারা পরে আসবে বলে আমাকে তাদের সাথে বসিয়ে ছবি তোলা হয়। কিন্তু কিছুক্ষন পর লক্ষ করিলাম রাখাল ষড়যন্ত্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতেছে। সাথে সাথে আমি সংবাদ সম্মেলন বর্জন করে চলে যাই। আমি নবীগঞ্জের প্রশাসন, সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তিবর্গসহ নবীগঞ্জ বাসীকে উদ্দেশ্য করে বলতে চাই কবি রংধনু রাজ মিল্টন ও কবি মুহাম্মদ হৃদয় রাজ শাওন তারা নবীগঞ্জে প্রতিষ্ঠিত ও স্বীকৃত প্রাপ্ত কবি। তাদের উদ্যোমী পরিশ্রমের ফলে “স্বপ্নকুঞ্জ” ভাজ পত্রের জাকজমক করে মোড়ক উম্মোচন করা হয়। এমনকি ফলাফল স্বরুপ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) এলাকার মাণনীয় সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, উক্ত সংগঠনের নিবন্ধন ও আর্থিক অনুদান ঘোষনা করেন। এ সব দেখে প্রতি হিংসায় কাতর বহিস্কৃত কাশেম রাখালরা হিন্য ষড়যন্ত্রে মেতে উঠেঁ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নিজেকে প্রতিষ্ঠাতা সভাপতি দাবীদার রাখাল ও সভাপতি দাবিদার কাশেমদের মানহানিকর সংবাদ সম্মেলন করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমি সবাইকে আশ্বস্থ করে বলতে চাই সংগঠনের বৈধ ও সফল সভাপতি কবি রংধনু রাজ মিল্টন ও সাধারণ সম্পাদক কবি মুহাম্মদ হৃদয় রাজ শাওনের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ।
প্রতিবাদকারী
মোঃ আবু সফিয়ান
ক্রীড়া সম্পাদক
রংধনু সাহিত্য পরিষদ


     এই বিভাগের আরো খবর