,

নবীগঞ্জে মহিলাকে পিঠিয়ে আহত ॥ আদালতে মামলা

শিপা আক্তার ॥ নবীগঞ্জে ভিটেবাড়িতে জোরপূর্বক ঘর নির্মাণ ও গাছ-গাছালি কেটে নেয়ার বাঁধা দেয়ায় একদলভুক্ত লোকদের বেধড়ক মারপিঠে আহত অনিমা রানী পাল ৫ দিন যাবত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার হামলার ঘটনায় গত সোমবার হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৭ জনের নাম উল্লেখ করে আরো ৩/৪ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করেন পুত্র রিংকু পাল। বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার সুত্রে প্রকাশ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের মৃত রতি পালের স্ত্রীকে গত শনিবার সকালে ভিটেবাড়িতে জোরপূর্বক ঘর নির্মান ও গাছ-গাছালি কেটে নিতে চাইলে এতে বাঁধা দেয়ায় ওই গ্রামের মৃত যতীন্দ্র পালের পুত্র রানু পালের নেতৃত্বে একদলভুক্ত লোক অনিমা রানী পালকে বেধরকভাবে পিঠিয়ে আহত করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় তার পুত্র রিংকু পাল বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে আরো ৩/৪ জনকে অজ্ঞাত রেখে উল্লেখিত আদালতে মামলা দায়ের করেন। এতে তিনি আসামী করেন বহরমপুর গ্রামের মৃত মনোরঞ্জন পালের পুত্র বকুল পাল, মৃত যতীন্দ্র পালের পুত্র রানু পাল, রানু পালের পুত্র নারায়ন পাল, মৃত মনোরঞ্জন পালের পুত্র নকুল পাল, রানু পালের কন্যা সুমা রানী পাল, বকুল পালের স্ত্রী রিনা রানী পাল, রানু পালের স্ত্রী যোগমায়া পাল। মামলার বাদি রিংকু পাল প্রতিনিধিকে জানান হামলাকারীরা আবারো হামলা করার পরিকল্পনা করছে। এতে তিনি পরিবার পরিজন নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।


     এই বিভাগের আরো খবর