,

সাড়া মেলেনি ‘খোকা ৪২০’-এ

সময় ডেস্ক ॥ গত ২৪ এপ্রিল ঢাকায় মুক্তি পেয়েছিল কলকাতার সুপারস্টার দেব অভিনীত বাংলা ছবি ‘খোকা-৪২০’। ওপার বাংলার তুমুল ব্যবসাসফল ছবিটি বাংলাদেশে একেবারে মুখ থুবড়ে পড়েছে। দর্শক গ্রহণ না করায় আবারও হতাশ হতে হয়েছে প্রদর্শক সমিতিকে। এই বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ‘বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এক হাজার ৩০০ সিনেমা হলের জায়গায় এখন ২০০ সিনেমা হলও টিকে নেই। আমাদের দেশে যে পরিমাণ ছবি মুক্তি পায়, তাতে বাকি হলগুলোও বন্ধ হয়ে যাবে। আমরা যেহেতু সিনেমা হলের ব্যবসা করি, তাই আমাদের ব্যবসা টিকিয়ে রাখতে আমাদেরই কাজ করতে হবে। কলকাতার ছবি চালিয়ে আমরা চেষ্টা করছি হলে দর্শক টানতে। এই ছবিটি ব্যবসা না করলেও আরো কিছু ছবি দিয়ে চেষ্টা চালিয়ে যাব।’ ভারতীয় বাংলা চলচ্চিত্র আমদানি বিষয়ে আরো কী কী পরিকল্পনা আছে জানতে চাইলে প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বছরে কলকাতার বাংলা ১২টি ছবি আনব আমাদের প্রেক্ষাগৃহে চালানোর জন্য। আর আমাদের ১২টি ছবি তাদের ওখানে চালাব। এর আগে আমরা হিন্দি ছবি চালিয়ে দেখেছি, দর্শক ভালোভাবে গ্রহণ করেননি। কিন্তু টিভিতে বসে সারা দিনই বাংলা ছবি দেখছে দর্শক। আমরা আশা করেছিলাম, কলকাতার বাংলা ছবি আমাদের হলে চালাতে পারলে দর্শক আসবে। ‘খোকা ৪২০’ দর্শক দেখেনি, এখন আমরা আবারও হিন্দি ছবির ওপর জোর দেব।’ ঢালিউডের কোন ধরনের ছবি পশ্চিমবঙ্গে যাচ্ছে, আর ওপারের কোন ধরনের ছবি এ দেশে মুক্তি দেওয়া হচ্ছে -এমন প্রশ্নের জবাবে আলাউদ্দি বলেন, ‘আমরা ইতোমধ্যে কলকাতার এসকে মুভিজ প্রযোজিত রাজীব বিশ্বাসের ‘খোকা ৪২০’ ছবিটি ২৪ এপ্রিল সারা দেশের প্রায় ২৫টি হলে মুক্তি দিয়েছিলাম। এ ছবি ছাড়া আমরা আরো বেশ কিছু নতুন ভারতীয় ছবি আনব, বাংলাদেশি ছবির বিনিময়ে। আপাতত আমরা আমাদের চার বছর আগের কিছু পুরোনো ছবির বিনিময়ে তাদের ছয়টি ছবি নিয়ে আসছি। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন আছে। এই মাসেই এর ফয়সালা হয়ে যাবে। এরপর আর কলকাতার ছবি আমাদের হলে চলতে কোনো সমস্যা থাকবে না। আমাদের ছবিও তাদের হলে চালিয়ে বাড়তি কিছু টাকা দেশে আসবে। আগামী সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শুরু হবে।’ ইন-উইন এন্টারপ্রাইজ তাদের আমদানীকৃত চারটি হিন্দি ছবির মাঝে ‘ওয়ান্টেড’ ও ‘ডন-২’ এরই মধ্যে মুক্তি দিয়েছে। কথা ছিল ২৪ এপ্রিল ‘থ্রি ইডিয়টস’ ছবিটি মুক্তি দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত তারা ‘খোকা ৪২০’ ছবি মুক্তি দিয়েছিল। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘খোকা ৪২০’ ছবিতে অভিনয় করেছেন দেব, শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত জাহান, রজতাভ দত্ত ও তাপস পাল প্রমুখ।


     এই বিভাগের আরো খবর