,

পুরাতন খোয়াই’র উচ্ছেদ বিষয়ে নাগরিক সংলাপ

১লা ফেব্রুয়ারি নবীগঞ্জে শাখা বরাকে উচ্ছেদ অভিযান

মোহাম্মদ আলী মমিন ॥ গত শুক্রবার সকালে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার হবিগঞ্জ আসছেন। প্রশাসন সূত্রে প্রকাশ, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. হাওলাদার বিকাল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব হলরুমে বাপা আয়োজিত “পুরাতন খোয়াই নদীর চলমান উদ্ধার অভিযান ও বাস্তব অবস্থা” বিষয়ক এক নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তৃতা করবেন। সভায় বিশেষ অতিথি থাকছেন- হবিগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সভার পূর্বে হবিগঞ্জ শহরের পরিত্যক্ত খোয়াই নদীর উপর প্রস্তাবিত খোয়াই ঝিলমিল প্রকল্প এলাকা ছাড়াও বানিয়াচং, নবীগঞ্জ, বাহুবলের একাধিক নদী, খাল-বিল বেআইনী দখলীয় ভূমি সরজমিনে পরিদর্শন করবেন। এদিকে আজ বিকাল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব হলরুমে বাপা আয়োজিত “পুরাতন খোয়াই নদীর চলমান উদ্ধার অভিযান ও বাস্তব অবস্থা” বিষয়ক সভায় হবিগঞ্জের সচেতন ও উন্নয়নে আগ্রহী/প্রত্যাশীদেরকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন জেলা বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। অন্যদিকে গতকাল ফ্রিল্যান্স সাংবাদিক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর সাথে প্রদত্ত এক সাক্ষাৎকারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত জানান দেশে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আগামী ১লা ফেব্রুয়ারি শনিবার নবীগঞ্জ পৌরসভার মধ্যদিয়ে বাহিত শাখাবরাক নদী থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।


     এই বিভাগের আরো খবর