,

হবিগঞ্জে বাণিজ্য মেলায় পণ্যের অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে নিউফিল্ড মাঠে আয়োজিত মাসব্যাপি বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্যের অতিরিক্ত মূল্য রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ভোক্তা সাধারmela (2)ণের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। আবার বিভিন্ন সময় দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে হাতাহাতির ঘটনাও ঘটছে। জানা যায়, গত ১৪ জানুয়ারি থেকে মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে জেলার বিভিন্নস্থান থেকে লোকজন আসছেন পণ্য কিনতে। কিন্তু অতিরিক্ত দামের কারণে তারা পণ্য কিনতে পারছেন না বলে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। বাণিজ্য মেলায় আসা মহিলা ক্রেতাদের অনেকেই জানান, পণ্য যাচাই করতে দেখলেই তাদেরকে কিনতে বাধ্য করা হচ্ছে। না হলে তাদের সাথে অশোভন আচরণ করেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, মেলায় পণ্য ছাড়াও বিনোদনের জন্য ব্যবস্থা থাকলেও চড়া টাকা গুনার কারণে বিনোদনের সুবিধাও পাওয়া যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে বিষয়টি নজরে এনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সর্বত্র।

mela (3) mela (4)


     এই বিভাগের আরো খবর