,

নবীগঞ্জে ২শত কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে (খরিপ-১/ ২০১৫-১৬ মৌসুমের) আউশ প্রনোদনা চাষীদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আউশ ধান চাষে প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর’র আয়োজনে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিক ভাবে বিনা মূল্যে সার ও বীজ বিতরনের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিনের সার্বিক ব্যবস্থপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। ইউপি সহঃ কৃষি কর্মকর্তা মেহেদি হাসান সোহেলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা জাপা নেতা খলিলুর রহমান দুুদু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক। এসময় বিভিন্ন গ্রামের মোট ২শত জন কৃষকের মধ্যে প্রত্যেককে ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও বীজ উপসি ক্ষেত্রে ৫ কেজি, বীজ নেরিকা ১০ কেজি করে দেওয়া হয়। এবং সেচ সহায়তা হিসেবে প্রত্যেক কৃষককে উপসি’র জন্য জনপ্রতি ৪শত টাকা ও নেরিকা’র জন্য ৮শত টাকা করে ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর