,

হবিগঞ্জের রিচি এলাকায় সিএনজির ধাক্কায় জেরিনের মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ বিক্ষোভ ও মিছিল

জুয়েল চৌধুরী ॥  হবিগঞ্জ লাখাই সড়কের রিচি এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় জেরিনের মৃত্যুর প্রতিবাদে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ-লাখাই সড়কের বিভিন্নস্থানে শিক্ষার্থীরা অবরোধ করে দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে। এ সময় বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও টমটম ভাংচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয়। এর মধ্যে দোষীদের আইনের আওতায় না আনলে কঠিন কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত গত শনিবার ওই সড়কে সিএনজি অটোরিকশার ধাক্কায় রিচি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ধল গ্রামের আব্দুল হাইর কন্যা জেরিন আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ ও পরে সিলেট প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রতিবাদমুখর হয়ে উঠে।


     এই বিভাগের আরো খবর