,

হবিগঞ্জ জেলার একমাত্র ডোম তাজুল ইসলাম তাজু’র মৃত্

যুনিজস্ব প্রতিনিধি ॥ না ফেরার দেশে চলে গেলেন হবিগঞ্জ জেলার একমাত্র ডোম তাজুল ইসলাম তাজু। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তান রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে হবিগঞ্জ সদর হাসপাতালের ডোম না থাকায় লাশ নিয়ে বিপাকে পড়েছে চিকিৎসক ও পুলিশ। গতকাল নবীগঞ্জ থানার একটি মরদেহ সকাল থেকে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পড়ে থাকলেও ডোম না থাকায় লাশটি চিরানো হয়নি। ফলে লাশটি পচেঁ যাচ্ছে। এরকম পরিস্থিতিতে সদর হাসপাতালে অচিরেই আরেকজন ডোম নিয়োগ দেয়ার দাবি উঠেছে। গত শনিবার বিকেলে তাজুল ইসলাম শ^াসজনিত রোগে আক্রান্ত হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টার দিকে তার মৃত্যু হয়। উল্লেখ্য হবিগঞ্জ সদর হাসপাতালের প্রাক্তণ ডোম মরহুম ছাবু মিয়ার সহকারি হিসেবে কাজ করতেন। পরবর্তী ছাবু মিয়া মারা গেলে তিনি দায়িত্ব পালন করেন। গতকাল সোমবার ডাক্তারদের তহবিল থেকে তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। যোহরের নামাজের পর জানাজা শেষে জালালাবাদ নোয়াগাও গ্রামে তার দাফন করা হয়। তিনি ওই গ্রামের মৃত রঙ্গা মিয়ার পুত্র।


     এই বিভাগের আরো খবর