,

চুনারুঘাট থানার ওসি’র মহানুভবতায় বেঁচে গেল ভবঘুরে নারীর প্রাণ

তারেক হাবিব ॥ চুনারুঘাট উপজেলার ঘরগাও গ্রামে ধানের জমিতে দীর্ঘক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকা এক মধ্য বয়সী নারী উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন চুনারুঘাট থানার ওসি শেখ মোঃ নাজমুল হোসেন। জানা যায়, অজ্ঞাত পরিচয়ে মধ্য বয়সী ভবঘুরে এক নারীকে স্থানীয় একটি ধান ক্ষেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি চুনারুঘাট থানায় অবহিত করলে ওসি নাজমুল হক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শুধু ভর্তি ই নয়, সারাক্ষণ মহিলার পাশে থেকে নিজের টাকায় কম্বল, খাবার ও ঔষধ কিনে দেন ওসি। কিন্তু মহিলার পরিচয় না জানার ফলে তার স্বজনদের বিষয়টি অবহিত করা যাচ্ছে না বলেন জানান ওসি। এ ব্যাপারে ওসি নাজমুল হক বলেন, ‘বাংলাদেশ পুলিশ সেবা ধর্মের প্রতিষ্ঠান। এ ঘটনার মতো পুলিশ সদস্যদের এমন অনেক মানবিক উদাহরণ আছে। কিন্তু সেসব ঘটনা পত্র-পত্রিকায় সেভাবে প্রচার পায় না। এসব প্রচার পেলে জনগণের মাঝে আমাদের “ইমেজের” পরিবর্তন আসবে বলে মনে করি।’ এদিকে সু-চিকিৎসার ফলে ওই নারীর জ্ঞান কিছুটা ফিরেছে বলে জানা গেছে। ওসি আরও জানান, সুস্থ্য হওয়ার আগ পর্যন্ত তার চিকিৎসার সব খরচ বহন করবেন বলে জানিয়েছেন ওসি। নারীর পরিচয় জানা থাকলে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।


     এই বিভাগের আরো খবর