,

নবীগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন পিতা-পুত্র

সংবাদদাতা ॥ নবীগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন স্বামী, স্ত্রী ও পুত্র। অব্যাহতিপ্রাপ্তরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের আঃ হক, তার স্ত্রী চন্দ্রবান বিবি ও তার পুত্র মোঃ জুনু মিয়া। জানাযায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের মৃত আতর আলীর পুত্র মোঃ সোহেল মিয়া ২০১৬ইং সালে একই উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের আঃ হক, তার স্ত্রী চন্দ্র বান বিবি ও তার পুত্র মোঃ জুনু মিয়ার বিরুদ্ধে তার ভাই মোহন মিয়াকে বিদেশ পাঠানোর জন্য টাকা নেয়ার অভিযোগ এনে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ(৫) আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য নবীগঞ্জ থানায় প্রেরণ করেন। নবীগঞ্জ থানার তৎকালীন এস.আই সুধীন চন্দ্র দাশ ঘটনাস্থলে গিয়ে প্রকাশ্যে ও গোপনে তদন্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে মামলাটি বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচার আদালত-১ এ স্থানান্তরিত হয়। উল্লেখিত আদালত দীর্ঘদিন শুনানী শেষে গত বছরের ১৯ নভেম্বর এই মামলার রায় প্রদান করেন। রায়ে বিজ্ঞ বিচারক আসামীদেরকে মামলার দায় হতে খালাস প্রদান করেন। বিজ্ঞ আদালত খালাসপ্রাপ্ত ব্যক্তি ও তাদের জামিনদারদের জামিন নামার দায় হতে অব্যাহতিও প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর